২৬ ডিসেম্বর, ২০১৭ ১৯:১৫

কাতারে বিশ্ব অভিবাসী দিবস পালিত

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি

কাতারে বিশ্ব অভিবাসী দিবস পালিত

'নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে' এই স্লোগানে কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্ব অভিবাসী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর দোহার আল হেলাল এলাকায় দূতাবাস হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভিসা ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাণী পাঠ করে শুনান দূতাবাসের কাউন্সিলরা।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত অাসুদ আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অবদানকে মূল্যায়ন করাই এ দিবসের উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন তুলে ধরেন দূতাবাসের শ্রম কাউন্সিলর সিরাজুল ইসলাম।

বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর