বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গার্মেন্টেস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। যারা চালাতে পারবেন তারা স্বাস্থ্য বিধি মেনে চালাতে পারবেন। গার্মেন্টস খাতকে দুই শতাংশ হারে অনুদান নয়, তাদের লোন দেয়া হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, কী সুযোগ আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা করণীয় ঠিক করবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন