নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনাভাইরাস এর কারণে কর্মহীন অসহায় মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। শ্রমিকরা যেন নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে কাজ করতে পারে তার জন্য সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। পবিত্র মাহে রমজানে মহামারি করোনাভাইরাস থেকে বাঁচার জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের বেশি বেশি প্রার্থনা করতে হবে।
তিনি আরো বলেন, কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হলে তাকে ভয় দেখাবেন না বা নিরুৎসাহিত করবেন না। নিরাপদ সামজিক দূরত্ব বজায় রেখে তাকে সাহস যোগাবেন। আমরা বীরের জাতি। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ মহামারি থেকে রক্ষা পাব ইনশাআল্লাহ।
শনিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কবাদ ইউপি’র পর্যায়ক্রমে তেঘরা, জয়নুল মুদিখানা ও তৈয়বপুর স্কুল মাঠে প্রায় ৫ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, ইউএনও জিনাত রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। এছাড়া উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল