২৮ জুন, ২০২০ ১৫:০১

'গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির মর্যাদার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে'

নাটোর প্রতিনিধি

'গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির মর্যাদার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গ্রাম পুলিশরা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তৃণমৃল পর্যায়ে তাদের শ্রম রয়েছে। বর্তমান সরকার তাদের কষ্টের কথা ভেবে তাদের বেতন প্রায় দ্বিগুণ করেছে। তাদের দাবি রয়েছে সরকার সেগুলো বিবেচনা করছে, বিশেষ করে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারীর দাবি যৌক্তিকতা রয়েছে, আমি তাদের এ দাবির প্রতি একমত। 

রবিবার নাটোরের সিংড়া উপজেলায় ১২টি ইউনিয়নের ১০২ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল উপহার দেন। 

প্রতিমন্ত্রী বলেন, করোনার দুর্যোগে সরকার, সকল দফতর, সাংবাদিক, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি গ্রাম পুলিশদের অবদান রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু সভাপতিত্ব করেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা বিভিন্ন মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরে প্রতিমন্ত্রী এডিবির অর্থায়নে ২০ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং দর্জি প্রশিক্ষণ প্রাপ্ত ৩৫ জন নারীদের সেলাই মেশিন প্রদান করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর