বরিশাল নগরের জলাবদ্ধতা কমাতে কীর্তনখোলা নদীর ৫টি সংযোগ খাল পুনঃখনন করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শনিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর ত্রিশগোডাউন খাল পরিদর্শন কালে এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, কীর্তনখোলার সাথে সংযোগ ৫টি খাল পুনঃখনন এবং একই সাথে নদীর তীরে ফ্লাট ওয়াল নির্মাণে প্রকল্প দিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন। যাতে বন্যা বা জোয়ারের পানি শহরে প্রবেশ করতে না পারে। স্লুইস গেট দিয়ে নদীর পানি শহরে প্রবেশ করতে পারবে না, তবে যাতে শহরের ড্রেনেজ পানি নেমে যেতে পারে সেই ব্যবস্থা থাকবে।
এই প্রকল্প সম্পন্ন হলে আগামী ২/৩ বছরের মধ্যে একটি সুন্দর বরিশাল নগরী উপহার দেয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন।
এ সময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বিকেল পানি সম্পদ প্রতিমন্ত্রী নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপোল এলাকায় পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর