২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫০

বাংলাদেশ নমুনা পরীক্ষায় জাপানের কাছাকাছি আছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নমুনা পরীক্ষায় জাপানের কাছাকাছি আছে : তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পরীক্ষার হার নিয়ে অনেক কথা থাকলেও বাংলাদেশ নমুনা পরীক্ষায় জাপানের কাছাকাছি আছে। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

মন্ত্রী বলেন, দেশে করোনায় একজনও না খেয়ে মারা যায়নি। যারা সতর্ক ও আশংকা করেছিল, পরিস্থিতি খারাপ হবে, তা ভুল প্রমাণিত হয়েছে। করোনা মোকাবিলায় নানা আলোচনা সমালোচনা থাকলেও, তুলনামূলক অবস্থান ভাল উল্লেখ করে তিনি জানান, করোনা মোকাবিলায় সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলে কাজ করে চলেছে। শীতকালে করোনা প্রকোপ বাড়ার আশঙ্কায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী আরও বলেন,'করোনা পরীক্ষার হার নিয়ে যে বক্তব্য আছে সেটা নিয়ে বলতে চাই, বাংলাদেশে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেটা জাপানের প্রায় কাছাকাছি, করোনা মোকাবিলা করার ক্ষেত্র আমরা অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে আছি।'

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর