ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মুশতাকের মৃত্যুর পর ডিজিটাল আইন নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি বলতে চাই, কেউ মুশতাককে পিটিয়ে মারেনি। তার স্বাভাবিক মুত্যু হয়েছে। আমিও তার মৃত্যুতে কষ্ট পেয়েছি।’
আজ শনিবার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ নিয়ে আয়োজিত ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, ‘কোনো আইনই সম্পূর্ণ নয়, নয় বিতর্কের ঊর্ধ্বে। আইনের যথাযথ প্রয়োগ যেমনি আছে তেমনি আছে অপ্রয়োগ। আর তাই প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনটির প্রয়োজনীয় সংশোধন করে, সংস্কার করা যেতে পারে।’
‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে চলমান আলোচনা আর বিতর্কের মাঝেই আইনটি পর্যালোচনা করার সুযোগ রয়েছে। আলোচনা করে আইনের অনাকাঙ্ক্ষিত ধারাগুলো সংশোধন করা সম্ভব,’- বলেন তিনি।
সেমিনারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক আইনটির অধিকাংশ ধারায় জামিন অযোগ্যতা, পরোয়ানা ছাড়াই পুলিশের তল্লাশি, জব্দ ও গ্রেফতারের ক্ষমতা থাকাকে এ আইনের দুর্বলতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘জনগণের মতপ্রকাশ ও বাকস্বাধীনতা সুরক্ষায় সরকারকে আইনের ২১, ২৫, ২৮ ও ৩৫- এ চারটি ধারা দ্রুত সংশোধনের উদ্যোগ নিতে হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ