২৭ জুলাই, ২০২১ ১৬:০১

'লকডাউনে কারখানা খোলার বিষয়ে শিল্পপতিদের অনুরোধ রাখা যাচ্ছে না'

অনলাইন ডেস্ক

'লকডাউনে কারখানা খোলার বিষয়ে শিল্পপতিদের অনুরোধ রাখা যাচ্ছে না'

আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারখানা খোলার বিষয়ে শিল্পপতিদের অনুরোধ রাখা যাচ্ছে না। ৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। এর মধ্যে শিল্পকারখানা খুলবে না।

মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই করোনাভাইরাসের টিকা দেয়া যাবে বলে জানিয়েছেন। আগামী ৭ আগস্ট থেকে এ সুবিধা চালু হচ্ছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর