৩১ জুলাই, ২০২১ ১৬:৩৮

করোনা হাসপাতাল হচ্ছে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনা হাসপাতাল হচ্ছে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক (ফাইল ছবি)

বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারকে এক হাজার বেডের করোনা হাসপাতাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার বিকালে এই কথা জানান তিনি।

তিনি বলেন, সেবা বাড়াতে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এছাড়া ঢাকার ওপর চাপ কমাতে বাইরের হাসপাতালগুলোতে অক্সিজেন, শয্যা ও লোকবল বাড়ানো হচ্ছে।

৭ আগস্ট থেকে দেশের প্রতিটি ইউনিয়নে টিকা দেয়া হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ১৩ হাজার ৮০০ বুথে টিকা দেয়া যাবে। এক সপ্তাহেই এক কোটির বেশি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের আগে টিকা দেয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর