পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, মেঘনা সেতু হলে বাংলাদেশের পুরো চিত্র পাল্টে যাবে। এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ। এ সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে সরাসরি যুক্ত হবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো। যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলবে। শুক্রবার দুপুরে মেঘনা সেতুর সমীক্ষা কাজ পরিদর্শনকালে উপমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সখিপুর থানার বিভিন্ন এলাকায় ৫টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে জনগণের মাঝে নগদ অর্থ ও বস্ত্র সমগ্রী বিতরণ করেন তিনি।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যেমন পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে, তেমনি শুরু হয়েছে মেঘনা সেতুর কাজও। গত দুই মাসে নদীর ৪টি পয়েন্টে সয়েল টেষ্টের কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকী পয়েন্ট গুলোতে কাজ শেষে এ বছরের মধ্যেই মেঘনা সেতু ডিজাইনের জন্য প্রেরণ করা হবে।
মন্ত্রী বলেন, আমার সৌভাগ্য হয়েছিলো ২০১৯ সালের প্রথম সংসদ অধিবেশনে মেঘনা সেতু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে অনেক সভা সেমিনার হয়েছে। এ সেতুতেও রেললাইন সংযুক্ত হবে। ইনসাআল্লাহ, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হয়ে মেঘনা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন করিব মোল্যা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা সহ সাংবাদিকবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল