১৯ জানুয়ারি, ২০২৩ ২১:৫৯

‘সাবেক এমপিদের জন্য পেনশন চালুর পরিকল্পনা সরকারের নেই’

অনলাইন ডেস্ক

 ‘সাবেক এমপিদের জন্য পেনশন চালুর পরিকল্পনা সরকারের নেই’

সংসদের ফাইল ছবি। ইনসেটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই। 

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদ রবির টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে সংসদবিষয়ক কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কি না, পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর