আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, নিয়ম মেনে অন্যান্য যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। কিন্তু বাইক চলতে পারবে না।
তিনি আরো বলেন, যেহেতু পদ্মাসেতুতে আমরা মোটরসাইকেল চলাচল করতে দিচ্ছি না, তাই বিকল্প হিসেবে সেখানে একটি ফেরি চালু থাকবে। যেটি দিয়ে শুধু মোটরসাইকেলগুলো পারাপার করবে।
বুধবার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এমন মন্তব্য করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঈদের তিন দিন আগ থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেল মহাসড়কে চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেলগুলো চলাচল করতে পারবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক