আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ মানে আবারো অন্ধকারে ফিরে যাওয়া। বর্তমান সরকারের সকল উন্নয়ন মুছে দিয়ে বিএনপির সময়কার আস্তাকুঁড়ে ফিরে গর্তে পড়ে যাওয়া। মূলত এটা তাদের ফাঁকা বুলি।
তিনি বলেন, মূলত তারা নিজেরা কিছু করতে পারে না, নকল করার ওস্তাদ। তারা আমেরিকা থেকে টেক ব্যাক থিউরি এনেছে। তাদের টেক ব্যাক বাংলাদেশ মানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা। তাই স্পষ্ট বলতে চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এক ইঞ্চিও তারতম্য ঘটবে না।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা ও ত্যাগের কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তার নেতৃত্বে কর্ণফুলি টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দর হয়েছে। আর বিএনপি শুধু দেশের মানুষকে লুট করেছে।
তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি প্রাপ্তির ব্যবস্থা করতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
সমাবেশে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌর মেয়র এমজি হাক্কানিসহ দলীয় নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক