ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে প্রধানমন্ত্রীর হৃদয়ে চাপ বেড়ে যায়। আগামীবার ক্ষমতায় আসলে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাবে। আগামীতে আরও অনেক পরিবর্তন আসবে।
শনিবার কর্ণফুলী উপজেলার অস্থায়ী মাঠে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলনে জনগণের সাড়া নেই বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী বলেন, আন্দোলন কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে না বিএনপি। তাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। তারা যাদের উপর ভর করে আন্দোলনে এসেছিল। তারাও বলছে নির্বাচনে অংশগ্রহণ করতে। ক্ষমতায় আসতে হলে আরও অনেক কষ্ট করতে হবে। সুতরাং ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে আসতে হবে। জনগণেই ঠিক করবে কাকে ক্ষমতায় আনবে। তবে জনগণ আর বোকা নয়।
ভূমিমন্ত্রী আরও বলেন, একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পক্ষের শক্তি মানুষের ভাগ্য উন্নয়নের শক্তি। উন্নয়ন কত প্রকার ও কি কি সেটা আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে। আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে প্রধানমন্ত্রীর হৃদয়ে চাপ বেড়ে যায়। আগামীবার ক্ষমতায় আসলে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাবে। আগামীতে আরও অনেক পরিবর্তন আসবে। আওয়ামী লীগ বিগত সময়ের চেয়েই অনেক বেশি শক্তিশালী। আগামী নির্বাচনের মধ্য দিয়ে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ ততদিন এগিয়ে যাবে। কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদের হাতে আপনারা ক্ষমতা দিবেন না।
দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়েরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খান। সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে এম আজমি, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, উপ-পাট ও বস্ত্র সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জায়েদ বিন কাশেম, আফতাব উদ্দীন চৌধুরী সোহেল, শাহেদুর রহমান শাহেদ, সাঈদ খান আরজু, রিদওয়ানুল হক রহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত