আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (ডিবি) পরিচয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ১২টার সময় মিরপুর ডিওএইচএস-এ তার এক নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুর জানান, মজিবুর রহমান মঞ্জুকে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। কিন্তু এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে আমাদের জানানো হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত