প্রগতিশীল জাতীয়তাবাদী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন নেতাকর্মীদের নিয়ে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এসময় ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, দুর্নীতি দুঃশাসন সকল নাগরিক এর পূর্ণ গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৮৪ সালের এই দিনে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির প্রতিষ্ঠা হয়। ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের পর দেশে যখন একদলীয় বাকশাল কায়েমের নীল নকশা করেছে তৎকালীন আওয়ামী সরকার, সেই হত্যা নির্যাতন জুলুমের বিরুদ্ধে জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য পিএনপির নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে অনেক অবদান রেখেছেন। যা এখনো চলমান আমরা সকল দেশ প্রেমিক জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নুর নবী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, সব প্রচার সম্পাদক দুলাল হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মো. হেলাল উদ্দিন প্রমুখ।।বিডি প্রতিদিন/আরাফাত