বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ১২ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক ১২টি মামলা দায়ের করবে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২২ অক্টোবর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউরের পরামর্শ অনুযায়ী পৃথক ১২টি মামলা দায়ের করা হবে। আমাদের দলের আইনজীবীরা এরইমধ্যে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছে। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ আনা হবে।
এসময় গণঅধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল