আওয়ামী লীগের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তাদের কূটচাল প্রতিরোধে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
গতকাল সোমবার জুলাই বিপ্লব পরিষদের উদ্যোগে যাত্রাবাড়ী গোল চত্বরে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শহীদী ঐক্য চত্বরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিভাবে ছাত্র আন্দোলনের ফসল নস্যাৎ করা যায় সেই চেষ্টাই চলছে। আওয়ামী লীগ পিছন থেকে কলকাঠি নাড়ছে। তাই সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবার, আন্দোলনে ভূমিকা রাখা যাত্রাবাড়ি অঞ্চলের ছাত্ররা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।