বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ছাত্র গণ বিপ্লবে পরাজিত শক্তি দেশ-বিদেশ থেকে গভীর ষড়যন্ত্র করছে। রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জাতীয় ঐক্য ও সংহতির মধ্য দিয়ে প্রতিরোধ করা হবে।’
আজ বুধবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ফ্যসিবাদবিরোধী ছাত্র গণ বিপ্লবের বিজয় এবং সংস্কার, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথে যে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। নতুন করে রাজনৈতিক বা সাংবিধানিক সংকট যাতে সৃষ্টি না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।’
এর আগে তিনি হালুয়াঘাটের নাগলা বাজারে আমতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও মহানগর শাখার সহযোগিতায় সম্প্রতি ভয়াবহ বন্যা পরবর্তী রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
বিডি প্রতিনিধি/জুনাইদ