ফেনীতে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত টমটম চালক জাফর উল্লাহ হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ-কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ঘটনায় আরও ৩ আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে শুনানি শেষে আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) নাজমুল হাসান তানিম টমটম চালক জাফর হত্যা মামলায় আসামীদের ৭ দিন করে রিমান্ডের জন্য আবেদন করেন। আদালত হাজী রহিম উল্লাহসহ ৫ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, টমটম চালক জাফর হত্যা মামলায় অন্যতম আসামি হাজী রহিম উল্লাহসহ গ্রেপ্তার ৫ আসামীর প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর আসামীরা হলেন পি এস মানিক, রিপাত ও ওসমান গনি লিটন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহকে ১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
বিডি প্রতিদিন/আশিক