রাজধানীর যাত্রাবাড়ীর মুসলিমনগরে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী।
আজ শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় নবীউল্লাহ নবী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবীউল্লাহ নবী বলেন, ‘কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। আমরা আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি চাই না। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘বিএনপি চায় বৈষম্যহীন দেশ গড়ে উঠুক। তাই মনে রাখতে হবে ঢাকা-৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। এছাড়া আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
নামাজ শেষে নবীউল্লাহ নবী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬৫ নাম্বার ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিনিধি/জুনাইদ