বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেন, সমাজের প্রতিটি লোকই সমাজের অংশীদার। তাই সমাজ উন্নয়নে সবাইকে অংশগ্রহণ করতে হবে।
আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে ঢাকা বধির সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা রায় এসব কথা বলেন। তিনি বলেন, যারা কানে শোনে না বা কথা বলতে পারে না, তারাও সমাজের একটি অংশ। তাই সরকার ও সমাজপতিদের উচিত বধিরদেরকেও সমাজের উন্নয়নে কাজে লাগানো। তাহলে তাদের নিজেদেরকে অবহেলিত ভাবার সুযোগ থাকবে না।
সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, লায়ন মিসবাহ উদ্দিন, সীমান্ত দাস, সমীর, তন্ময়, প্রণব, বধির সংস্থার রিপন, শাহানা, মোশারফ, দীপু প্রমুখ উপস্থিত ছিলেন। দোভাষী হিসেবে রূপা, জুহি, মনোয়ার আরিফ প্রমুখও উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল