স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ঢাকা সিটি জোনের উদ্যোগে ‘সাংগঠনিক কর্মশালা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ও বাঁধন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক শারমিন পারভিন, শিক্ষক উপদেষ্টা উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এইচ এম অলিউল্লাহ, ক্রিকেটার্স ওয়েলফার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল প্রমুখ।
কর্মশালায় বাঁধন স্বেচ্ছাসেবীদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, একটি দেশের সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের বাহক। নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ধারণ করার দায়িত্ব আপনাদের তরুণ সমাজের। একটা জাতির জন্য এই বয়সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বয়সে যেটা করার দরকার সেটাই করতে হবে। এই বয়সটা নষ্ট করলে গোটা জীবনটাই নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে, এই বয়সটা হলো নিজেকে গঠন করার এবং দেশটাকে গঠন করার। এই বয়সের একটি মুহূর্তও কোনোভাবে নষ্ট করবেন না। আমি বিশ্বাস করি, বাঁধনের সাথে যারা জড়িত তারা প্রত্যেকেই এক একটা মানবিক কর্মী।
বিডি-প্রতিদিন/বাজিত