লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল শুরু হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ কাউন্সিল শুরু হয়।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক ও এলডিপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শআ