বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিবিপ্লবের মাধ্যমে ছাত্রজনতার অর্জন বিনষ্ট করার পায়তারা করছে। এসব ষড়যন্ত্র রুখতে হলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশ আয়োজিত তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের মানুষের আন্দোলনের ফসল। এই সরকারকে ব্যর্থ করতে দেশ-বিদেশের চক্রান্ত অব্যাহত রয়েছে। এ সরকারের যারাই আছেন তাদের রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা নেই। এই সুযোগে বিভিন্ন কৃত্রিম ইস্যু সৃষ্টি করে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে। তাই যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে হবে।
অবস্থান কর্মসূচি অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল শেখ হাসিনা। ষড়যন্ত্র সফল হলে রাজধানী হতো দিল্লি। পালিয়ে যাওয়ার পরে আবারো দেশে প্রবেশের দুঃস্বপ্ন দেখছেন।
জাগ্রত বাংলাদেশ’র সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও জাগ্রত বাংলাদেশ’র সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন