জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ‘৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করেছিল। এসব অপচেষ্টা ছাত্র-জনতা ব্যর্থ করে দিয়েছে। এখন ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবেন না।’
শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুকন সম্মেলন ও নির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী যশোর জেলার ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান, ড. আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, দলের যশোর জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল