ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয় ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি।
মঙ্গলবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সমাবেশে বক্তারা বলেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের বিরোধিতা নেই। যেটুকু মতপার্থক্য আছে তা ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে। সে কারণে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর হাদিস পার্ক, লোয়ার যশোর রোড, ডাক বাংলার মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল