বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ষড়যন্ত্র এখনও চলছে। আওয়ামী লীগ কিন্তু বসে নেই। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে কোনো অঘটন ঘটাবে না এর কোনো গ্যারান্টি নেই।
শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিএনপিতে আসতে চায়, তারা রাতের অন্ধকারে আপনাকে-আমাকে ফোন দিলে হবে না। তাদের অফিসিয়ালি শহিদ জিয়াউর রহমানকে নেতা মেনে, স্বাধীনতার ঘোষক মেনে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে, তারেক রহমানকে নেতা মেনে, বেগম খালেদা জিয়াকে নেতা মেনে, কে এম ওবায়দুর রহমানকে (শামা ওবায়েদের বাবা ও বিএনপির সাবেক মহাসচিব) নেতা মেনে ধানের শিষে সরাসরি যোগদান করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা ওয়ার্ডে-ওয়ার্ডে, গ্রামে- গ্রামে, ঘরে-ঘরে ছড়িয়ে দিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক বলেন, বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশের জন্য কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ