গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে অডিও বার্তা পাঠাচ্ছে আর ছাত্রলীগ সেই অনুযায়ী কাজ করছে।’
রাশেদ আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। এ সরকারকে নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতের সুচিকিৎসা দিতে হবে এবং গণহত্যাকারী র্যাব-পুলিশ সসস্যকে গ্রেফতার করতে হবে।’
বিডি প্রতিদিন/হিমেল