বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, 'খুনি শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে।'
বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠে নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, 'জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়ে গেছে যে, গণহত্যা হয়েছে তার সরাসরি নির্দেশদাতা খুনি শেখ হাসিনা। এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি।'
তিনি বলেন, 'বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। শেখ হাসিনা বিভিন্নভাবে লুটপাট করেছেন। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের পাশে থাকবে। কৃষিপণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।'
বিডি প্রতিদিন/জুনাইদ