জন্মের ঠিক পরপরই মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এমনকি এ বৃদ্ধি জন্মের তিন মাসের মধ্যেই তাদের প্রাপ্ত বয়সের আকারের অর্ধেকে পৌঁছে। অর্থাৎ একজন মানুুষের প্রাপ্ত বয়সে মস্তিষ্কের আকার যা হয় তার অর্ধেক জন্মের তিন মাসের মধ্যেই হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। খবর বিবিসির
সংশ্লিষ্ট বিজ্ঞানীরা তাদের গবেষণায় মানুষের মস্তিষ্ক বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য উন্নত স্ক্যানিং কৌশল অবলম্বন করেন। গবেষণায় তারা আরো দেখতে পান যে, মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশুদের মস্তিষ্ক অধিকতর দ্রুত বাড়ে।
যুক্তরাষ্ট্রের এ গবেষণায় আরো দেখা যায় যে, চলনের সঙ্গে সংশ্লিষ্ট মানুুষের অঙ্গপ্রত্যঙ্গগুলো সবচেয়ে দ্রুতগতিতে বাড়ে। আর স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অঞ্চলগুলো অধিতকর ধীরগতিতে বৃদ্ধি পায়।
গবেষণায় প্রাপ্ত ফলাফলগুলোর একত্রিকরণ শিশুর বাড়ন্ত পর্যায়ে কোনো সমস্যা যেমন অটিজমের মতো কোনো রোগের প্রাথমিক লক্ষণগুলো সনাক্তের ক্ষেত্রে বিজ্ঞানীদের সহায়তা করতে পারে বলে গবেষণকরা জানিয়েছেন।
গবেষণায় একদিন থেকে তিন মাস বয়সী ৮৭ জন সুস্থ শিশুর মস্তিষ্ক স্ক্যান করা হয়। এতে উক্ত তথ্য পাওয়া যায়।