অপারেশন থিয়েটারে ডাক্তারদের ঘাম ছুটছে। রোগীর ব্রেনে চলছে জটিল সার্জারি। আর এ সময় রোগী নিজেই বাজাচ্ছেন বেহালা। অবশ্য এ পরামর্শ ডাক্তাররাই দিয়েছেন তাকে। এতে নাকি চিকিৎসকদের অপারেশন করতে সুবিধা হয়।
রজার ফ্রিস্ক নামে এক বেহালাবাদক দীর্ঘদিন ধরে "এ্যাসেন্সিয়াল ট্রিমরে" ভুগছিলেন। এ্যাসেন্সিয়াল ট্রিমর হল এক প্রকার কম্পন যা শরীরে যে কোনও জায়গায় দেখা দিতে পারে। সব থেকে বড় কথা এই ব্যাধিকে সনাক্ত করা খুবই কষ্টকর। চিকিৎসকরাও হিমশিম খেয়ে যান শরীরে কোন জায়গায় কম্পন সৃষ্টি হচ্ছে তার রহস্য ভেদ করতে। তো, রজার ফ্রিস্ককে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয় তখন চিকিৎসকরা খুঁজে পাচ্ছিলেন না মাথার ঠিক কোন জায়গা থেকে কম্পন তৈরি হচ্ছে। কিন্তু রজার যখন বেহালা বাজায় তখন ওই কম্পন বোঝা যায়। এছাড়া ব্রেন অপারেশনের সময় ঠিক জায়গায় বিদ্যুত প্রবাহ না চালাতে পারলে হিতে বিপরীত হতে পারে। তাই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, অপারেশন চলাকালীন রজার বেহালা বাজাবে। তাতে রোগ নির্ধারণ করতে সুবিধা হবে।
এইরকম নজিরবিহীন চিকিৎসা পদ্ধতি সাড়া ফেলে দেয় সারা বিশ্বে। রজার ফ্রিস্ক এখন পুরোপুরি সুস্থ। আগের মতোই বেহালায় সুর তুলছেন আর মাতিয়ে বেড়াচ্ছেন ভক্তদের মন।