প্রযুক্তির যুগে অনেক কিছুই বদলে গেছে। এখন তো ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করে নেওয়া যায়। অন্তঃসত্ত্বা কিনা, তা জানার জন্য ডাক্তার অবধি যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রেগকার্ড এল না-হয় এই হালে, কিন্তু ৯ দশক আগে কীভাবে প্রেগনেন্সি টেস্ট হতো, জানেন কী?
এখনকার প্রেগকার্ডের মতোই তখন মাধ্যম ছিল বিশেষ প্রজাতির আফ্রিকান ব্যাঙ। বড় নখওয়ালা স্ত্রী ব্যাঙের উপর এই পরীক্ষা হত। কোন নারী গর্ভবতী কিনা, সে সম্পর্কে নিশ্চিত হতে তাঁর মূত্র ওই ব্যাঙের শরীরে ইনজেক্ট করা হত। ইনজেক্টের কয়েক ঘণ্টার মধ্যে ওই স্ত্রী ব্যাঙ ডিম ছাড়তে শুরু করলে, ধরে নেওয়া হত সেই নারী গর্ভবতী।
কারণ, একমাত্র প্রেগনেন্সি হরমোনের উপস্থিতিতেই স্ত্রী ব্যাঙ ডিম পাড়ে। নারী গর্ভবতী হয়ে না-থাকলে, তা সম্ভব ছিল না। জানা গেছে, ১৯৩০ সাল থেকে এ ভাবেই প্রেগনেন্সি পরীক্ষা হয়ে এসেছে। সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৭/মাহবুব