মাকড়সা নাকি মানুষের মতোই খেতে পারে৷ সারা বছর এই পতঙ্গ যত পরিমাণ খায় সেই পরিমাণ খাদ্য গ্রহণ করে মানুষ৷ সম্প্রতি এমন একটি গবেষণাপত্র পেশ করেছেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা৷ মাকড়সার দল কী পরিমাণ খাদ্য গ্রহণ করে সেই হিসেব বের করেছেন তাঁরা।
গবেষণাপত্র প্রকাশ করেছে সুইজারল্যান্ডের বাজলি শ্ববিদ্যালয়৷ এখানকার জীববিজ্ঞানীরা জানিয়েছেন, মাকড়সারা প্রতি বছর ৪০০ থেকে ৮০০ মিলিয়ন টন খাবার খায়। এর বেশিরভাগ খাবারই পোকামাকড়। প্রতি বছর মানুষও প্রায় একই পরিমাণ মাংস খেয়ে থাকে।
এই গবেষণাটি পরিচালনা করেছেন ড. মার্টিন নিফলার৷ গত চার দশক ধরে পরীক্ষা চালিয়ে এমন তথ্য জোগাড় করেছেন তিনি। বিজ্ঞানীদের ধারণা, এই গবেষণা প্রাণীজগতের খাদ্য শৃঙ্খলে এবং পোকা-মাকড় নিধনে মাকড়সার গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করবে৷
সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭