পৃথিবীতে সকল শিশুর জন্মটা এক রকম হয় না। প্রতি দশ লক্ষ শিশুর জন্মের ক্ষেত্রে মোটে আটজনের ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়। জন্ম হয়েছে স্বাভাবিক শিশুর। কিন্তু তার হৃদপিণ্ডটি বেরিয়ে আছে শরীরে বাইরে। সাধারণ ভাবেই তা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে হৃদস্পন্দন। বিরল এই রোগের কথা চিকিৎসার পাঠে বিরল নয়। কিন্তু চাক্ষুস দৈবাৎ হয়। সে ঘটনারই সাক্ষী থাকলেন এবার ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহো হেল্থ সেন্টারের চিকিৎসকরা।
দেশটির সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত ৫ এপ্রিল সেখানে এক কন্যা সন্তানের জন্ম হয়। যার হৃদপিণ্ডটি শরীরের বাইরে অবস্থিত। বিরল এই শারীরিক অবস্থার নাম এক্টোপায়া কর্ডিস। ছত্তরপুরের জেলা হাসপাতালের সিভিল সার্জেন ড. আর এস ত্রিপাঠী জানাচ্ছেন, এই অবস্থা সচরাচর দেখা যায় না। বছর পাঁচেক আগে এরকম ঘটনা সামনে এসেছিল। গত এক দশকে এ ঘটনা ঘটল দ্বিতীয়বার। কেন এরকম শারীরিক অবস্থা দেখা যায়? চিকিৎসক জানাচ্ছেন, মাতৃগর্ভে শিশুর শরীর সম্পূর্ণভাবে গঠিত না হওয়ার ফলেই এই বিপত্তি। বিরল এই অবস্থায় কখনও হৃদপিণ্ড পুরোপুরি থোরাক্সের বাইরে, কখনও বা অংশত বাইরে থাকে। গলা, বুক বা কখনও তেলপেটের বাইরেও বেরিয়ে আসতে পারে হৃদপিণ্ড- এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার