ফেং সুই ড্রাগনের কথা আমাদের কারোরই অজানা নয়। কথিত আছে, এই জিনিসটি বাড়িতে থাকলে সেটি থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত শক্তি। ঐতিহ্যশালী এই ড্রাগন নাকি খুবই শক্তিশালী। ফেং সুই ড্রাগনের নখের মধ্যে থাকা মুক্তা এবং ক্রিস্টালের পাথরটি সম্পত্তি, ক্ষমতা এবং একাধিক সুযোগ নিয়ে আসে বাড়িতে।
এই জনপ্রিয় ফেং সুই কিওরের ড্রাগনগুলি বিভিন্ন আকারের হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রংয়ের এবং ধাতুর তৈরি এই জিনিসটি মূলত পরিবারের পুরুষদের মধ্যে অদ্ভুত শক্তি নিয়ে আসে। সবুজ রংয়ের ফেং সুই কিওরটি পশ্চিমে থাকলে তা পরিবারের লোকের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। এই রকমই সোনালি রংয়ের ড্রাগন যদি ঘরে কোনো কোনে রাখা যায় তাহলে তা পরিবারের সম্পত্তি বৃদ্ধিতে সহায়তা করে।
তবে এই ড্রাগন ঘরের মধ্যে রাখার ব্যাপারেও বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। বাথরুমে, গ্যারেজে এগুলি রাখা উচিত নয়। তাহলে তা পরিবারকে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন করে। এর পাশাপাশিই ঘরের মধ্যে ৫টির বেশি ড্রাগন রাখতে নেই। তাহলেও তা পরিবারে অনেক ক্ষতি করে। আবার বেশি উপরে রাখা উচিত নয় এই ড্রাগনগুলিকে। চোখের সমানে সমানে রাখা উচিত সবসময় এই ড্রাগন গুলিকে। বেশি উঁচুতে কিংবা নীচে রাখা উচিত নয়।
আর আপনি যদি চান আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক করতে! তাহলে অবশ্যই ফিনিক্সের সঙ্গে ফেং সুই ড্রাগনকে একসঙ্গে বেঁধে রেখে এই বাড়ির এক কোনে রেখে দেওয়া উচিত। এই চিহ্নের ফলে আপনার সম্পর্কে শান্তি বজায় থাকবে। এক কথায় বলা যেতেই পারে এই ফেং সুই আপনার জীবনে শান্তি নিয়ে আসতে সক্ষম। তবে এই ফেং সুইয়ের অবস্থান কিন্তু বছর বছর পরিবর্তন হয়। তাই এই ফেং সুইয়ের ড্রাগনের মুখও সবসময় পরিবর্তন করতে হয়। ঘরের যেকোনো মুক্ত স্থানে রাখা উচিত এটিকে। তবে একথা মনে রাখা উচিত ঘরের দেওয়ালের দিকে মুখ করে রাখা উচিত নয়।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল