ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আল-আহসা হাসপাতালে। একুশের বছরের এক যুবক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছিল বমি বমি ভাব আর তীব্র জ্বর নিয়ে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ওই যুবকের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে অস্ত্রোপচারের পর যুবকের পেট থেকে যা বের হয়, তা দেখে স্তম্ভিত হয়ে যান চিকিৎসকরা। একটা ইঞ্চি তিনেকের আস্ত বাল্ব উদ্ধার হয় ওই যুবকের পাকস্থলী থেকে!
যুবকের জ্ঞান ফেরার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, যখন যুবকের বয়স দশ বছর তখন এই আস্ত বাল্বটিকে গিলে ফেলেছিলেন তিনি। কেন এমন একটা অদ্ভুত কাজ করেছিলেন তা জানা যায়নি! সেটা অবশ্য জানার খুব একটা চেষ্টাও করেননি চিকিৎসকরা। কারণ, একটা ইঞ্চি তিনেকের আস্ত বাল্ব ওই যুবকের পাকস্থলীতে দীর্ঘ ১১ বছর কী করে ছিল সেটা ভেবেই কুল পাচ্ছেন না চিকিৎসকরা! হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর যুবক এখন অনেকটাই সুস্থ আছেন। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার