কোনও পাঁচতারকা হোটেল নয়। সমুদ্রেরতলে অভিনব এক বৈঠকের আয়োজন করল ভারত। অংশ নিলেন পাঁচটি কোম্পানির সিইও। এই বৈঠক হয়ে গেল কোভালাম সমুদ্র সৈকত এলাকায়।
কয়েকদিন ধরেই চলছিল প্রস্তুতি। এর আগে মালদ্বীপে এই জাতীয় বৈঠক হয়েছে, যেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দেশটির ঝুঁকি সম্পর্কে সচেতন করতেই মালদ্বীপের মন্ত্রীপরিষদ বৈঠক করেন। তবে ভারতে এমন আলোচনা এই প্রথম। পাঁচ সংস্থার সিইও–কে আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
গ্রুভ সৈকত থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত গিয়ে তাঁরা জলে ঝাঁপ মারেন। একেবারে ডুবুরির মতো করেই তাঁদের সাজানো হয়েছিল। ব্লেজার নয়, তাঁরা ছিলেন একেবারেই অন্যরকম পোশাকে।
সমুদ্রকে ভালবাসুন, সমুদ্রের প্রাণী ও উদ্ভিদকে ভালবাসুন, সৈকতকে ভালবাসুন— এই বার্তা দিতেই এই বৈঠকের আয়োজন। আলাদা করে বিশেষ টেবিল আগে থেকেই নামানো হয়েছিল সমুদ্রে। একে অন্যের কথা যেন শুনতে পান, তৈরি করা হয়েছিল বিশেষ ব্যবস্থা। এমনকী লেখালেখি করতেও দেখা গিয়েছে কয়েকজনকে। টিসিএসের শ্যাম পি থাম্পি, উদয় সমুদ্র গ্রুপ অফ হোটেলসের রাজাগোপাল আইয়ার, ইউএসটি গ্লোবালের হেমা মেনন, নেওলজিক্সের শ্যাম কুমার, অ্যাভন মোবিলিটি সলিউশনের রনি টমাস অংশ নেন ওই বৈঠকে।
সবাই বেশ রোমাঞ্চিত। ইউএসটি গ্লোবালের সিইও হেমা মেনন বলেন, ‘আর দশটা বৈঠকের সঙ্গে এই বৈঠকের কোনও মিল নেই। এর তাৎপর্যই আলাদা। এরকম একটা ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারলাম ভেবে সত্যিই খুব আনন্দিত।’
সূত্র: আজকাল