সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২২ বছরের এক ভারতীয় যুবক। গুজরাটের সুরাটের সেই ছেলেটির হৃদযন্ত্র, লিভার, অগ্ন্যাশয়, কর্নিয়া ও কিডনি দান করেছিল তাঁর পরিবার। সেই হৃদযন্ত্রটি দিয়ে প্রাণ ফিরে পেলেন ইউক্রেনের এক গৃহবধূ।
মুম্বাইয়ের শহরতলি মুলুন্দের একটি বেসরকারি হাসপাতালে এই হার্ট প্রতিস্থাপন হয়েছে। সুরাটের একটি বেসরকারি হাসপাতাল থেকে ৩১৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সোমবার সকালে বিমানে হৃদযন্ত্রটি মুম্বাই হয়ে আনা হয় মুলুন্দের হাসপাতালে। অস্ত্রোপচারের পর ইউক্রেনের নাগরিক সেই গৃহবধূর অবস্থা আপাতত স্বাভাবিক রয়েছে।
‘পোস্ট-পারটাম ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি’তে আক্রান্ত গৃহবধূর শরীর। হার্ট প্রতিস্থাপন দলের নেতৃত্বে থাকা ডাঃ আনভে মুলে জানিয়েছেন, ‘অপারেশনের পর ওই নারীর অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে।’ মানবিকতা যে কোনও ভৌগলিক সীমারেখা মেনে চলে না তা আরও একবার প্রমাণিত এই ঘটনায়।
সূত্র: কোলকাতা টোয়েন্টিফোর