যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এক্সপ্রেসের একটি ফ্লাইট থেকে এক এশীয় যাত্রীকে টেনেহিঁচড়ে রক্তাক্ত অবস্থায় নামিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার শিকাগো থেকে কেনটাকির লুইসভিলমুখী ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় নামিয়ে দেয়া ওই যাত্রী পেশায় একজন চিকিৎসক বলে জানা গেছে।
এদিকে সোমবার এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। পরে এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে ওই বিমান সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মধ্যবয়স্ক এক যাত্রীর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করছেন শিকাগোর বেসামরিক বিমান বিভাগের পুলিশ কর্মকর্তারা। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে বিমান থেকে নামিয়ে দেয়া হয়।
জানা যায়, ওই ফ্লাইটে আসনের চেয়ে বেশি যাত্রী নেয়ায় কর্তৃপক্ষ চাইছিল, যাত্রীদের মধ্যে চারজন যেন স্বেচ্ছায় নেমে যান। কিন্তু কেউ নিজে থেকে নেমে যেতে রাজি না হওয়ায় তারা চারজনকে বেছে নেয়। তারা এশীয় চিকিৎসক ও তার স্ত্রীকেও নেমে যেতে বলে। কিন্তু ওই চিকিৎসকের পরদিন হাসপাতালে দায়িত্ব থাকায় তিনি আপত্তি করেন। এর ১০ মিনিট পর ওই চিকিৎসককে রক্তাক্ত অবস্থায় উড়োজাহাজ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
এদিকে ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিমান সংস্থাটির সিইও অস্কার মুনজ। তিনি বলেন, ওই যাত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে ঘটনার তদন্ত হবে। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল