এই সুন্দরী শিক্ষার্থীর বয়স মাত্র ২৫ বছর। এই বয়সেই তিনি ভারতের জনপ্রিয় ‘রোম্যান্স রাইটার’ হিসেবে খ্যাতি অর্জন করে ফেলেছেন। নিকিতা সিংহ। মাত্র ১৯ বছর বয়সে প্রথমবার বই লেখেন, ‘লাভ@ফেসবুক’। তখন তিনি ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন। নিজের বয়সিদের কথা মাথায় রেখেই লিখেছিলেন বইটি। কিন্তু, নজর কাড়েন বয়সের বেড়াজাল পেরিয়ে অনেকেরই।
২০১১ সালের সেই বইয়ের পরে, এ যাবৎ আরও ন’টি বই প্রকাশিত হয়েছে তাঁর নামে। ২০১৭ সালে, তাঁর লেখা ‘এভরি টাইম ইট রেনস’ বইটি, অন্যান্যগুলির মতোই সুপারহিট হয়েছে। এটিই তাঁর সাম্প্রতিকতম নভেল।
১৯ বছর বয়সে এক নামী লেখকের একটি রোম্যান্টিক নভেল পড়ে তাঁর মনে হয়েছিল যে, তিনি নিজে এর থেকে ভাল লিখতে পারবেন। এবং তখন থেকেই লেখার শুরুটা। তিনি হয়ত ‘নেগেটিভলি ইন্সপায়ার্ড’ হয়েছিলেন। আশা করা যায়, নিকিতা সিংহের লেখক প্রতিভা অন্যদের অনুপ্রাণিত করবে ‘পজিটিভলি’। সূত্র: এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার