সেলফি তুলতে গিয়ে সাপের ছোবল খেয়ে মৃত্যু হল ভারতের যোধপুরের এক ব্যক্তির। জানা গেছে, যোধপুর এলাকায় এক সাপুড়ে আসার পর, সাপের সঙ্গে ছবি তোলার জন্য হিড়িক পরে যায় মানুষের। সাপুড়ে তখন এক ব্যক্তির গলায় সাপ জড়িয়ে দেওয়ার পর মাথায় ছোবল মারে গোখরো সাপটি।
ছোবল খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও, এক মিনিটের মধ্যে অসুস্থ বোধ করতে থাকেন সেই ব্যক্তি। তখন সেই সাপুড়েকে তিনি দেখতে বলেন, সাপটি ছোবল মেরেছে কি না। কিন্তু সাপুড়ে তেমন গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। কিছুক্ষনের মধ্যেই জ্ঞান হারান ওই ব্যক্তি এবং মারা যান।
ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এর আগেও সাপের সঙ্গে ছবি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। এছাড়া সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার সংখ্যাও বেড়েই চলেছে। কখনো বাড়ির ছাদ থেকে, কখনও রেল লাইনে বা কখনও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেছে বহু মানুষের।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬