বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ইম্মা মোরানো মারা গেছেন। স্থানীয় সময় ১৫ এপ্রিল শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইম্মা মোরানো ১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির পেইডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। গত ২৯ নভেম্বর তিনি তার ১১৭তম জন্মদিন পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৭ বছর। সম্প্রতি ইম্মা মোরানো তার এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, তিনি দিনে দুইটি ডিম খেতেন। এছাড়া আর তেমন কিছু খেতেন না।
উল্লেখ্য আঠারো শতকের তিনিই একমাত্র জীবিত ব্যক্তি ছিলেন। ইম্মা মোরানো তিনটি শতাব্দীর পরিবর্তন নিজ চোখে দেখেছেন।
বাংলাদেশ প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২