ইসরাইলের প্রথম সারির এক টিভি চ্যানেলে এটিই তার শেষ বুলেটিন। এই কথা ভেবেই বুলেটিন চলাকালে কেঁদে ফেলেন এক সংবাদ উপস্থাপিকা। ঘটনাটি ইসরাইলের ‘চ্যানেল ওয়ান’নামে একটি টিভি চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকার।
গত ৯ মে টিভি চ্যানেলটির অফিশিয়াল ফেসবুক পেজে ৫৫ সেকেন্ডের একটি ভিডিও চিত্র আপলোড করা হয়। যেখানে এই দৃশ্যের দেখা মেলে। ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন এবং শেয়ার করেছেন অনেকেই।
ভিডিওটিতে দেখা যায়, টিভি চ্যানেলটির বুলেটিন চলাকালে উপস্থাপিকা বলছেন আমরা এইমাত্র একটি সংবাদ পেয়েছি, এটি পার্লামেন্টের একটি বিবৃতি... আসলে, আজ রাতেই আমাদের টিভি চ্যানেলে সর্বশেষ বুলেটিনটি প্রকাশ করা হবে।
কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, এইটিই আমাদের সর্বশেষ সংস্করণ।
জানা যায়, বন্ধের বিষয়টি আগে থেকেই জানতেন ওই টিভি চ্যানেলের কর্মকর্তারা। তবে তারা জানতেন আগামী ১৫ মে হবে তাদের শেষ কার্যদিবস। কিন্তু ক্ষমতাসীনদের নির্দেশে সেই দিনই বন্ধ করতে হয় টিভি চ্যানেলটি।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৭/আরাফাত