ডলফিন কথা বলতে পারে? এ বিষয়ে বিজ্ঞানীরা ডলফিনের ওপর গবেষণা চালাচ্ছিলেন। তারা দেখতে চাইছিলেন যে মানুষের মতো কথা বলতে পারে কী-না। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তারা সিদ্ধান্তে আসেন সত্যিই ডলফিনরা মানুষের মতো কথা আদান-প্রদান করতে সক্ষম।
শুধু তাই নয়, মানুষের মতো খুশি এবং চিন্তা এই দুই অনুভূতি প্রকাশ করতেও সক্ষম।
সম্প্রতি স্টকহোম-এর কয়েকজন বিজ্ঞানী গবেষণা করে জানিয়েছেন ২০২১ সালের মধ্যেই ডলফিনের ভাষা বুঝতে পারবে মানুষ। ইতিমধ্যে ডলফিনের ভাষা বিশ্লেষণের জন্য একটি সফ্টওয়্যার তৈরি করা হয়েছে। এই কাজের জন্য সাহায্য করছে সুইডেন কম্পানি গাভাগাই। তারাই ডলফিনের ভাষার অভিধান তৈরি করেছে। এই কম্পানির সহ-প্রতিষ্ঠাতা জুসি কার্লগ্রিনের ই মেইলের তথ্য থেকে জানা গিয়েছে, কৃত্রিম প্রযুক্তি সাহায্যে ডলফিনের ভাষা বোঝা যাবে বলে আশা করা হচ্ছে।
বেশ কিছু জনপ্রিয় হলিউডের চলচ্চিত্রে দেখা গেছে ডলফিন মানুষের মতো খুশি এবং চিন্তা এই দুই অনুভূতি প্রকাশ করতে সক্ষম।