আকাশচূম্বি রাস্তাটির নাম স্কাই ওয়াক। চীনের এমনই এক স্কাইওয়াকে সুপারম্যানের মতো নিজের বাবাকে বাঁচালো ছোট্ট শিশু। এই স্কাইওয়াকে মাথা সোজা করে হাঁটতে অনেকেই ভয় পান। আর শিশুটির বাবা তো ভয়ে নড়তেই পারলেন না। তখন ছেলে তার ছোট্ট কাঁধে বাবার দায়িত্ব নিয়ে টেনে নিয়ে গেল। ঘটনাটি ঘটেছে চীনে। ইতিমধ্যেই দেশের সোশ্যাল মিডিয়া সাইটে ভিডিওটি ভাইরাল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে শিশুটির বাবা চোখ ঢেকে বসে পড়েছে ওই স্কাই ওয়াকে। তখনই বাবাকে টেনে সরানোর চেষ্টা শুরু করে শিশু। সেই দৃশ্য দেখে আসেপাশের লোক হাসাহাসিও করে। ভিডিওতে তাদের হাসির আওয়াজও শোনা যায়।
চীনের ওয়ানশেন জাতীয় পার্কে এই ঘটনাটি ঘটেছে। ৩৩০ ফুট একটি পাহাড়ের উপর এই স্কাইওয়াকটি অবস্থিত। নিচে তাকালেই গভীর খাদ। তাই বাবার ভয় পাওয়া যে অস্বাভাবিক নয় তা বোঝাই যাচ্ছে। কিন্তু ওই ছোট্ট শিশু কোথা থেকে এতো সাহস সঞ্চয় করল তা এক বিশাল প্রশ্ন।
বিডি প্রতিদিন/ ১৩ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১