ভারতের নকশালবাড়ির মেরিভিউ চা বাগানে খাবারের খোঁজে ঢুকেছিল একটি হাতির দল। দলে ছিল বছর দুয়েকের একটি হস্তি শাবক। হঠাৎ চা বাগানের নালায় পড়ে যায় হস্তি শাবকটি। তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসে দলের অন্য সদস্যরা।
হাতির বাচ্চাটি নালা থেকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে দলের অন্য সদস্যরা। এক পর্যায় দলের সকলেই জঙ্গলে ফিরে যায়। কিন্তু শাবককে উদ্ধারের জন্য শেষ চেষ্টা চালায় দলপতি। কিন্তু শেষরক্ষা হল না। চা বাগানের নালায় পড়ে মরেই গেল হাতির বাচ্চাটি।
ঘটনার পরে বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে পাঠায়। মৃত হস্তি শাবকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভারতের বাগডোগরার তাইপু বিটে পাঠানো হয়েছে বলে জানা যায়। সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার