'স্পেকট্রোফিলিয়া' কি সেটি অনেকে হয়তো জানেন। অনেকেই আবার অপরিচিত এই শব্দের সঙ্গে। যারা জানেন না তারা একবার চোখ রাখতেই পারেন আমাদের আজকের এই প্রতিবেদনে।
আসলে যৌনতা এমন একটা বিষয়, যা নিয়ে ফ্যান্টাসি কম বেশি সকলেরই থাকে। আবার এই বিষয়ে অনেকে বিকৃতমনেরও হয়ে থাকেন। কিন্তু অশরীরীর প্রতি আকর্ষণের কথা কি শুনেছেন। ‘দ্য এনটিটি’, ‘ঘোস্ট’, ‘ইট ফলোজ’, ‘হলোম্যান’ অথবা ‘হাওয়া’ কিংবা ‘হান্টেড থ্রি ডি’ ছবির কথা মনে আছে অবশ্যই।
কিছু কিছু ছবিতে যেখানে দেখা যায় অদৃশ্য শক্তির লালসার শিকার তরুণীরা। এমনই আরও বহু ছবিই রয়েছে। কিন্তু শুধু রিল লাইফ নয়, কান পাতলে রিয়েল লাইফেও এ নিয়ে কানাঘুষো শোনা যায় মাঝে মাঝেই।
অশরীরীর প্রতি যৌনাকাঙ্খা। এক কথায় এরই পোশাকি নাম ‘স্পেকট্রোফিলিয়া’। আরবীয়, হিন্দু, গ্রীক, কেলটিক এমনই বিভিন্ন দেশের ফোকলোরের সঙ্গে জড়িয়ে রয়েছে অশরীরীর সঙ্গে মানুষের যৌনাচারের কথা। যদিও এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ হাতে আসেনি, তবুও এই বিষয়টি কিন্তু সবসময়ই চর্চার মধ্যে রয়েছে৷
অদ্ভুত বিষয় হল যে, অনেকেই আবার এমন ধরনের অনুভূতির কথা বলেছেন। তার বাস্তবতার বিচারকে একটু দূরে সরিয়ে রেখে বলা যায়, তরুণীরাই বিশেষ করে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, অদৃশ্য হাত যেন তাদের শরীরে খেলা করে। চোখে দেখা না গেলেও, কিছুটা মানুষের হাতের মতোই সেই হাতের কার্যকলাপের শিকার তারা। অনেক ক্ষেত্রেই আবার তারা এই যৌন সম্পর্ককে উপভোগ করার কথাও স্বীকার করেছেন৷
তবে সমগ্র বিষয়টাই যে ধোঁয়াশা আর রহস্যে ঘেরা তা তো স্পষ্ট। যুগ যুগ ধরে যেমন চলছে, তেমনই যেন রহস্যাবৃত হয়ে থাকবে শুধুমাত্র এই গোপন উষ্ণ সম্পর্কটি।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০