হাইওয়ে দিয়ে ছুটে চলেছে গাড়ি। আচমকা রেষারেষি শুরু হল একটি মোটরসাইকেল আর একটি গাড়ির মধ্যে।
গাড়ির গা ঘেঁষে থাকা বাইকের চালককে দরজায় লাথিও মারতে দেখা যাচ্ছিল।
এরপরই বাঁ দিকে এসে মোটরসাইকেল আরোহীকে কোণঠাসা করে গাড়িটি। আর পর মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।
এরপরই মাঝ রাস্তায় আরও একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক পাশে থমকে দাঁড়িয়ে যায়। ততক্ষণে গাড়িটির সামনের অংশ ভেঙে চুরমার।
এদিকে এই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় আর একটি গাড়ি। সব মিলিয়ে রাস্তায় তখন একেবারে লণ্ডভণ্ড অবস্থা। কিন্তু যে মোটরসাইকেলের ‘গুঁতোয়’ রাস্তার দু’টি গাড়ি ভেঙেচুরে, উল্টেপাল্টে নাস্তানাবুদ, গুরুতর আহত এক চালক, সেই মোটরসাইকেলটি কিন্তু অক্ষত অবস্থায় ততক্ষণে পগার পাড়!
গত বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৬টার দিকে এই ধারাবাহিক দুর্ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটার ১৪ নম্বর ফ্রি ওয়েজে। পুরো ঘটনাটি ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত ওই মোটরসাইকেল আরোহীকে খুঁজছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।