তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ব্রিটেন ও ইউরোপের বেশ কিছু দেশের পুরুষরা স্কার্ট পরতে শুরু করেছেন। আর তারই জের ধরে ফ্রান্সের বাস ড্রাইভাররা লং ট্রাউজার্স ছেড়ে স্কার্ট পরে কাজে আসছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ইউনিয়নের একজন সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের বলেন, 'যখন উইন্ডস্ক্রীনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে সারাদিন বসে থাকতে হচ্ছে, তখন এই কাজের পরিবেশ গ্রহণযোগ্য হতে পারে না।' এসময় তিনি আরো বলেন, 'আমরা চাই কোম্পানি কিছু একটা করুক। যখন গরম এত বেড়ে যাচ্ছে তখন যেন আমরা শর্টস পরতে পারি, নিয়ম সেভাবে বদলানো হোক।'
উল্লেখ্য, কয়েকদিন আগে ব্রিটেনের একটি স্কুলের ছাত্ররাও একই ভাবে স্কার্ট পরে ক্লাশে এসেছিল স্কুলের ইউনিফর্ম নীতির প্রতিবাদ জানাতে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৭/ওয়াসিফ